মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫ - ১৮:৪৭
ইয়াল জমির

নিয়োগের ঠিক পরের দিন দখলদার ইসরায়েলের নতুন সেনাপ্রধান ইয়াল জমির এক বক্তৃতায় আবারো গাজা ও লেবাননে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: হার্জি হালেভির উত্তরসূরি হিসাবে পরবর্তী IDF চিফ অফ স্টাফ নিয়োগপ্রাপ্তির ঠিক পরের দিন প্রথম বক্তৃতা দেন ইয়াল জমির। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্ম পরিকল্পনা সম্মেলনে ইয়াল জমির বলেন, “গাজা এবং লেবাননে যুদ্ধবিরতি সত্ত্বেও “২০২৫” সাল একটি যুদ্ধের বছর হবে!”

ইহুদিবাদী গণমাধ্যম ওয়াইনেট.কম এক প্রতিবেদনে ইয়াল জমিরের উদ্বৃত্তি উল্লেখ করে লিখে, “আমাদের অবশ্যই সেই মূল্য মনে রাখতে হবে, যা আমরা নিহত ও আহত সেনাদের মাধ্যমে পরিশোধ করেছি। ২০২৫ সালেও যুদ্ধ চলতে থাকবে।”

এদিকে সম্ভাব্য যুদ্ধের জন্যই হয়ত ইসরায়েলকে নতুন করে ১ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে প্রায় ১ বিলিয়ন ডলারের বোমা ও সামরিক সরঞ্জাম ইসরায়েলকে দেয়ার জন্য অনুমোদন চেয়েছে।

এই চুক্তিতে ৪,৭০০টি ১,০০০ পাউন্ড বোমা (মূল্য ৭০০ মিলিয়ন ডলার) এবং সাঁজোয়া বুলডোজার (মূল্য ৩০০ মিলিয়ন ডলার) অন্তর্ভুক্ত রয়েছে।

এই ধরনের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স ও সিনেট ফরেন রিলেশনস কমিটির অনুমোদন প্রয়োজন। তাই ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে আবেদন করেছে।

এর আগে বাইডেন প্রশাসন তাদের শেষ সময়ে ৮ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তির প্রস্তাব কংগ্রেসকে জানিয়েছিল।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha